শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষকরা আজকে ঘুরে দাড়িয়েছে- এমপি বকুল

0
352

নাটোরকন্ঠ বাগাতপিাড়া :
প্রাকৃতিক দূর্যোগ আম্পান ও কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের কারণে পিছিয়ে পরা দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য রবি বীজ এবং সার বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের কৃষকরা সকল ব্যার্থতা ভুলে ঘুরে দাড়িয়েছে। বাগাতিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দান কালে স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি এসব কথা বলেন।

এমপি বকুল তার বক্তব্যে আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন কৃষকদের মুখে হাসি ফোটাতে তাদের পাশে থাকতে। সেটাই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জিমনেসিয়াম হল রুমে
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি ২০২০-২১ এর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

আরশাদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, অধ্যাপক ইউনুস আলী সম্পাদকমণ্ডলীর সদস্য নাটোর জেলা আওয়ামীলীগ, উপজেলা আও’লীগের সহ সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।

১৮০০ জন প্রণোদনা ও ২০৬০ জন পুনর্বাসন মোট ২২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে এই বীজ এবং সার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধচলনবিলের শুটকি পল্লীর শুটকি মাছ এখন  ভারতে যাচ্ছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে