শেষ বসন্ত -ড. মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা

0
377
Mutakabbir Masud

শেষ বসন্ত

ড. মুতাকাব্বির মাসুদ

সুখের লাগিয়া ভালোবাসার পত্রপল্লবে
বেধেছি ঘর
বহুমাত্রিক সুখের মারবেল খেলায়
মন ভরে না কেনো ?
শরতের শেষে-পাতা ঝরা বিষণ্ণ দিন
বিমূর্ত মেঘের মুক্তাঙ্গন
সেঁতসেঁত চোখের শাটারে
তোমার আনাগোনা
নক্ষত্রের পতিত আলোয়
লুকোনো বিষণ্ণ আবেগের সমাধি
সেঁওতির মতো বুকের ভেতর
পাথরে পাথরে সাজানো
দেবাশ্রিত তোমার পাথুরে মূর্তি
তোমাকেই মনে পড়ে বেশি
দ্বিধীকরণ প্রেমের অনল অঙ্গন
দিনের শেষ বসন্ত-রোদের রূপোলী শরীর
তবুও তোমার হয় না দ্বিরাগমন
আমার মধ্য বসন্ত দিনে !

০৮-১০-২০২২

Advertisement
উৎসMutakabbir Masud
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় অসহায়দের সাথে পূজার শুভেচ্ছা বিনিময়
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ আহত ১০

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে