শোকাঞ্জলি
কবি বনশ্রী বড়ুয়া
সেই বজ্রকণ্ঠের আওয়াজ শুনি
আজো ঘুমের ঘোরে রোজ;
এই বাংলায় নিত্য চলে রক্তখেকোর ভোজ।
বীর বাঙ্গালী গেয়েছিল ঘুম জাগানিয়া গান;
আজো কাঁপে সেই গানেতে উত্তাল ময়দান।
মহান তুমি গর্জে ছিলে,
সাতই মার্চের ভোরে,
বাঙ্গালী সেদিন জেগেছিল এক মিষ্টি পাখির সুরে।
সেই পাখিটি হারিয়ে গেল বুলেটে ঝাঁঝরা বুক;
পনেরো আগস্ট মধ্য রাতে,
জাতির নিখোঁজ হল সুখ।
বীরদর্পে বীর বাহাদুর
জাতির পিতা তিনি,
স্বাধীন দেশের মানচিত্র ছিনিয়ে আনলো হানি।
মুক্তি দিয়ে, স্বপ্ন দিয়ে মুজিব গেল কোথায়?
পিতা বিহীন বাঙালী আজ
ভিজছে রক্তধারায়।
শ্রী…
Advertisement