ফজলে রাব্বি,বাগাতিপাড়া(নাটোর)প্রতিনিধিঃ নাটোরকন্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট মোকাবেলায় নতুন তিন জন চিকিৎসককে সাময়িকভাবে পদায়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নাটোর সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান সাক্ষরিত এক আদেশে তাদের এই দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিংড়া উপজেলার চলনবিল উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা: কাজী হুমায়ুন কবির, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আদনান মুঈন এবং নাটোর সদর আধুনিক হাসপাতালের সহকারী সার্জেন্ট ডা. গোলাম কিবরিয়া। আদেশে চিকিৎসক স্বল্পতার কারনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজের দায়িত্বপালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই চিঠিতে বলা হয়েছে, আদেশ জারির তারিখ থেকে চিকিৎসকগণ তাদের কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে।
নতুন চিকিৎসক পেয়ে স্থানীয়রা বেশ সন্তষ্টি প্রকাশ করেছেন। তবে স্থানীয়দের অভিমত, চিকিৎসককে দায়িত্ব দিয়ে সংকট দূরীকরণ সাময়িকভাবে করা হলেও পরবর্তীতে তারা এরা স্থায়ী সমাধান চান।এ বিষয়ে আবাসিক চিকিৎসকের দায়িত্বে থাকা ড. ফরিদুজ্জামান বলেন, আপাতত নতুন তিনজন চিকিৎসককে কাজের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ আগষ্ট বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্বল্পতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের পরই নতুন তিন জন চিকিৎসককে সাময়িকভাবে কাজের দায়িত্ব দেওয়া হয়।