সব শেষ হয়ে যায়নি এখনও
কবি সুপ্তি জামান
সব শেষ হয়ে যায়নি এখনও
হয়তো এখনও কেউ একজন
গোলাপ হাতে দাঁড়িয়ে আছে পথের শেষে!
তাই পথ চলাটা থামাতে নেই বন্ধু।
হয়তো কেউ একজন
কালকেই তোমাকে চমকে দেবে
বাড়িয়ে ধরবে হাতখানি
তাই অবেলায় অভিমানে গুটিয়ে যেতে নেই বন্ধু।
আঁধার ঘোঁচাতে আঁধারে দিও না ঝাপ
একবার আলোর দিকে মুখ তুলে চাও,
একবার ভাব সেই প্রিয়মুখ
যে তোমারে ছেড়ে গেছে দূর
তার মতো তুমিওকি সকলেরে ছেড়ে যাবে?
ছেড়ে গেলে কেমন বেদনা লাগে বোঝ নিশ্চয়ই,
তুমিও কি তার মতো বেদনার শেলে বিঁধবে
– — এখনও যাদের মনে-
তোমার জন্য অসীম ভালবাসা আছে।
যদি ভাবো এমন কেউ নেই তোমার
তবে সকালের সোনা রোদ মেখে নিও গায়
দেখবে সূর্য তোমার মনের;
জমানো বরফ কেমন ভালবেসে গলিয়ে দেয়
Advertisement