সবকিছু
কবি ভাস্কর বাগচী
সবকিছুই নষ্টদের দখল থেকে;
চলে যাচ্ছে, ভন্ডদের দখলে!
নষ্ট তো নষ্টই!
কিন্তু, ভন্ডদের কি? বলবে তুমি!
আচ্ছা ; কে বেশী খারাপ,
নষ্ট না ভন্ড!
নষ্ট তো নষ্টই,
তার আবার কম বেশী কি?
কিন্তু, ভন্ডের রকম ফের আছে!
তবে, ভন্ডামির একটা মাত্র থাকা উচিত।
কি বলেন, বাবু সাহেবেরা।
আমরা কিন্তু অনেকদিন বেশ আছি!
রসে বশে ভন্ডামির প্রহসন দেখে দেখে।
মাটির মমতায় আর আমাদের রক্ত দুলে না!
দানব রুপি মানব দেখেও আর লজ্বা লাগেনা।
ফ্লাটের একহাজার স্কায়ার ফিটই এখন পৃথিবী!
আগুন দামী আড়াই শ সবজি কিংবা
অন লাইনের রেডিমেড বাঙালি খাবারে,
সাহেব সাজতে কত আনন্দ!
আরাম কেদারায় বসে,
কেউবা মাথার উপর সৌখিন ঝাড়বাতির দিকে –
বাঁকা চাহনিতে তাকিয়ে,
মুচকি হাসে!
তৃপ্তির ঢেকুরও তোলে,
ভাবখানি এমন যেন,
এটা তার,
দারিদ্র্যকে নিতম্বদেশে পদাঘাতের পদক!
আমি এসব দেখি!
আর ঠকার আনন্দে আনন্দোৎসব করি।
রসে বশে বেশ তো সবাই আছি, তাইনা!