সবটা বুঝতে পারি -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

0
326
Chandana Roy Chakraborty

সবটা বুঝতে পারি

কবি চন্দনা রায় চক্রবর্তী

তোমার মতো করে বলতে পারিনি,
তোমার মতো করে লিখতেও পারিনি….
শুধু সব মেঘ যখন শরীর জুড়ে বৃষ্টি ডাকে
শরীরের প্রত্যেকটি কান তখন শুনতে পায়
সমস্ত চোখ তখন দেখতে পায়।
তখনই খুলে রাখি অভিনয়ের সবুজ সাজ,
উপুড় করে দেই পুরোনো বিষাদ একতারাটা
জল গড়িয়ে নামে…
জল গড়িয়ে নামে ফোঁটায় ফোঁটায়
গড়িয়ে নামে শব্দ, কথা, প্রত্যাশা, ভালোবাসা।
চোখের পর্দা সাফ হয়, মনের কুয়াশা সাফ হয়।
তখনও কিন্তু, বলতে পারিনা…
তখনও কিন্তু লিখতে পারিনা।
শুধু নিজের মতো করে সবটা বুঝে নিতে পারি।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআজ ৮ অক্টোবর : ইতিহাসে আজকের এই দিনে
পরবর্তী নিবন্ধনাটোরের সাবেক ডিসি শাহরিয়াজ‘এর রোপনকৃত ‘দিলরুবা’গাছে ফুলের সমাহার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে