সময়ের স্যাটায়ার – আতোয়ার হোসেনের কবিতা

0
694
আতোয়ার
সময়ের স্যাটায়ার
আতোয়ার হোসেন

১.
কচাপ! কচাপ!
সজাগ মাংশের গলি–
কেবলই চাপাতি নাচে,
আনাচে-কানাচে মাংশভূক,
উজবুক চেয়ে চেয়ে বাঁচে।

খাল-রক্ত-হাড্ডিকুঁচি
এড়িয়ে যাদের সুচি,
তাদেরই কানের কাছে
কেবলই চাপাতি নাচে।

২.
আঁচে বাড়া ভাত
ভ’রে ওঠে পাত
রক্তে-মাংশে তরকারি,
গলি-হাট হেঁটে
মাংশ ঠেলে পেটে
ঘুমানোটা দরকারি।

৩.
সাধু-সাধ্বী দিবানিদ্রা,
ভাতঘুমে কাঁতচিৎ–
এমন সময় দৌড়ে যাচ্ছে
রক্তে ভেজা অভিজিৎ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধনারী ও নদীর গল্প -অনুপম সৌরিশ সরকারের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে