সিংড়া, নাটোর কণ্ঠ, নাটোরের সিংড়ায় বালু বাহি ট্রলারের ধাক্কায় গুরুত্বপূর্ণ ব্রীজ ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে নদীতে ভারী নৌযান চলাচাল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ২৮ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এদিকে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করেছে উপজেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নদীর ওপর নির্মিত ব্রীজগুলো ভারী নৌযান ও ট্রলার চলাচলের কারনে ব্রীজগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় সিংড়ার আত্রাই নদীর দহ থেকে কালীনগর হয়ে বিলদহর পর্যন্ত সকল ধরনের ভারী নৌযান এবং ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করা হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এদিকে, গত কয়েক দিন আগে কালীনগর ফুনু ব্রীজ এবং সিংড়ার ফেরিঘাট ব্রীজ বালুবাহি ট্রলারের ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়। ব্রীজটি সংরক্ষন এবং সেতু কর্তৃপক্ষকে পরিদর্শনের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সিংড়া মোটর মালিক সমিতি।