সিংড়ার মহিষমারী গ্রামে একই পরিবারের ৫ জনের সর্দি জ্বর, নমুনা সংগ্রহে মেডিকেল টিম

0
751
নাটোর, করোনা

নাটোরকন্ঠ:

সিংড়ার চামারীর মহিষমারী গ্রামে একই পরিবারের ৫ জনের সর্দি জ্বর সহ করোনা উপসর্গ দেখা দিয়েছে- এমন খবর পেয়ে  সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা ইসরাতের নেতৃত্বে মেডিকেল টিম নমুনা সংগ্রহের জন্য রওয়ানা হয়েছে। কর্তব্যরত ডাক্তার ফাতেমাতুজ্জোহরা বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিংড়ায় ৫ জনে জ্বর, সর্দীতে আক্রান্ত

নাটোরের সিংড়ায় করোনায় উপসর্গ ৫ জনের দেখা দিয়েছে।
তারা হলেন, মহিষমারী কাচারী পাড়ার মৃত আনা প্রাং এর পুত্র আব্দুর রশিদ (৫৫), আব্দুল হালিমের স্ত্রী আলেয়া ((৩৮), রমিজুলের স্ত্রী নার্গিস (৩৩), মৃত আখের এর স্ত্রী মর্জিনা (৩৫),
মৃত ইসমাঈল এর স্ত্রী আনোয়ারা (৫০)।
গত শুক্রবার তারা ঢাকা থেকে আসে বলে জানা গেছে।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রাম আগুনে পুড়ে গেল বেশ কয়েটি ঘরবাড়ি
পরবর্তী নিবন্ধনাটোরে র্কমহীন মানুষদরে মাঝে বভিন্নি সংগঠনরে খাদ্য সামগ্রী ও মাক্স বতিরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে