সিংড়ায় আনন্দনগর- বিলদহর গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা একমাত্র বাশেঁর সাঁকো

0
370
Bildohor

রাজু আহমেদ,সিংড়া, নাটোরকন্ঠ: চামারী ইউনিয়নের বিলদহর আনন্দনগর গ্রামের মানুষের যাতায়াতের ব্যবস্থা একমাত্র বাশেঁর সাঁকো।প্রায় ৫ হাজার লোকের যাতায়াতের মাধ্যম এই সাকোটিঁ। স্কুলমুখি ছাত্র থেকে শুরু করে মালামাল পরিবহন সকল কাজেই এটি লাগে। চারে দিকে উন্নয়নের ছোঁয়া লাগলেও এখানে হয়নিকোন ব্রিজ।

স্থানীয়রা জানায়, এখানে সুইস গেট নির্মানের কথা ছিলো। জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয় চেষ্টা করেছিলেন। কিন্তু সে প্রচেষ্টা ভেস্তে যায়। ব্রীজটি নির্মানের দাবি এলাকাবাসির। বিলদহর ধান হাটে ব্রীজ নির্মান মানুষের প্রানের দাবি ছিলো, সেই ব্রীজটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। বর্তমানে আনন্দনগর গ্রামবাসি তাদের দাবি পুরনে মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছে।

চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানান, বিষয়টি নিয়ে সিংড়ার উন্নয়নের রুপকার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো। কারন এই গ্রামের হাজার হাজার মানুষের জন্য রাস্তা এবং ব্রীজ বিশেষ দরকার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়া পৌর বাস টার্মিনাল বেদখলে! ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব।
পরবর্তী নিবন্ধরূপময়- শেখ রিপন এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে