সিংড়ায় ফসলের সাথে এ কেমন শত্রুতা!

0
236

রাজু আহমেদ, নাটোরকন্ঠ সিংড়া : নাটোরের সিংড়ায় শত্রুতা মুলক ধানের ক্ষেতে বিষ প্রয়োগ করে কৃষক মোফাজ্বল হোসেনের দু বিঘা জমি পুড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার দিবাগত রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে এ ক্ষতি সাধন করে।

ঘটনাটি ঘটেছে উপজেলার তাজপুর ইউনিয়নের তাজপুর গ্রামে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কৃষক মোফাজ্জল হোসেন জানান, সোমবার রাত ৮ টায় ধানের ক্ষেত থেকে বাড়ি যাই। সকালে এসে দেখি ধান ক্ষেত পুড়ে গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা জানান, বিষয়টি দুংখজনক। আমরা সরেজমিনে তদন্ত করে দেখবে। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে কৃষি বিভাগ থাকবে।

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, এ বিষয়ে আমি মৌখিক ভাবে জেনেছি। আমি খোঁজখবর নিচ্ছি, এ ব্যাপারে অপরাধিদের সনাক্ত করতে চেষ্টা করবো। এর আগে ও তাঁর শরিষার ক্ষেতে পুড়িয়ে দেয়া হয়েছিলো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে প্রেমিকের বাড়ীতে কথিত প্রেমিকার আত্নহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে