সিংড়ায় ফেরদৌসের নৌকায় উমা চৌধুরীর ভোট প্রার্থনা

0
232

নাটোর কণ্ঠ, সিংড়া:নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জান্নাতুল ফেরদৌসের পক্ষে গণসংযোগ করেছেন নাটোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলি। এসময় আগামী ৩০শে জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে জান্নাতুল ফেরদৌসকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান জেলা আওয়ামী লীগের এই সহ-সভাপতি।

আজ বুধবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে সিংড়ায় নির্বাচনী প্রচারে অংশ নেন উমা চৌধুরী। এর আগে সিংড়া উপজেলা শিল্প ও বণিক সমিতির ভবনে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সভা করেন তিনি।

উমা চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, গত ৫ বছর সিংড়া পৌরবাসীর সুখে-দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছে জান্নাতুল ফেরদৌস। ফেরদৌস তার পরিশ্রম ও মেধা দ্বারা সিংড়াবাসীর আস্থা অর্জন করেছে। তাই দলও তাকে পুনরায় মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। এখন তাকে জয়যুক্ত করার দায়িত্ব আপনাদের।

৩০ তারিখ বিপুল ভোটে ফেরদৌসকে নির্বাচিত করার মধ্য দিয়ে আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয় উপহার দেবেন বলে আশা করছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে