সুরজিত সরকারের আজ জন্মদিন, নাটোরকন্ঠ পরিবারের শুভেচ্ছা

0
837
Surojit

আমাদের সবার প্রিয় চেনা মুখ, নাটোরের উদীয়মান তরুন লেখক, সাংবাদকর্মী সুরজিত সরকারের আজ জন্মদিন। নাটোরকন্ঠ পরিবারের পক্ষ থেকে আজকের এই দিনে শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা বিশ্বাস করি সুরজিত বাবু তার মেধা, দক্ষতা, ভালোবাসা, মূল্যবোধ তথা হৃদয়ের একনিষ্ঠতা দিয়ে জয় করবেন সাফল্য………….আবারো শুভেচ্ছা …..

আজকের এই দিনে তিনি তার ফেসবুক ওয়ালে তার অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে যা লিখেছেন পাঠকের জন্য তা হুবহু তুলে দেওয়া হলো……”২৯শে বৈশাখ, ১২ই মে তারিখে আমার জম্ম। সে হিসেবে আজ আমার জম্মদিন। গত রাত থেকে যারা আমাকে ভালোবেসে জম্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে, জানাবেন কিংবা যারা ভুলে গেছেন সকলে প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনানাদের ভালোবাসায় প্রার্থনায় আমাকে ঠাঁই দিয়েছেন, আমি সত্যিই কৃতজ্ঞ।

জম্মদিন নিয়ে বিশেষ উদযাপন বা উদ্যোগ তেমন একটা ছিল না। বাড়ি থেকে যতটুকু করত ততটুকুই আমার জন্য পরম পাওয়া। ছোটবেলায় মায়ের হাতের পায়েশের বাটি, ধান, দুর্বা ছিল জম্মদিনের সন্ধ্যার বিশেষ আর্কষণ। এখন অবশ্য আমার বৃদ্ধি পাওয়া গন্ডিতে জম্মদিনের শুভেচ্ছা, আয়োজনও বেড়েছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। কেক কাটাও শিখেছি অথচ সেই পায়েসের বাটি, ধান, দুর্বা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়।
রাই শুভেচ্ছা ভালোবাসায় পরিপূর্ণ।
সারাদিন একটা ভালো লাগা কাজ করে, ঘোরমত কাজ করে। এই যা গেল জীবন থেকে একটি বছর কমে। আসলে জম্মের সার্থকতা কোথায় বা জম্মের অর্থই বা কি।
আমার শহরে, দেশে অনেক মানুষ আছে আমার মত করে তাদের জম্মতিথি পালন হয় না। অনেকে জানতেই পারেনা কবে তাদের জম্মদিন। অবশ্য অনেকই আমার থেকে বেশি ধূমধামের সাথে পালন করে তাদের জম্ম তারিখ। ক’বছর হলো কেক কাটা রেস্টুরেন্টে যাওয়া, বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাটা বেড়েছে। নিয়ম করে প্রথম লগ্ন থেকে জম্মদিন পালনও করছে। আমি কৃতজ্ঞ। আমি তোমাদের ভালোবাসার কাছে ঋণী।পাশে থেকো সবাই সবসময়। আমার পরিবার, বস, আত্মীয়, বন্ধু, শুভ কামনাকারী এবং অবশ্যই তুমি…তুই…
জম্মদিন আমার কাছে আরও একটি দিক নিয়ে আসে, আনন্দের পাশাপাশি কমতে থাকে বয়স। তবুও বাঁচার জন্য দীর্ঘ জীবনের জন্য আমরা বাঁচতে চাই, সুন্দর একটি পৃথিবীতে আমরা সবাই এক সঙ্গে ভালো থাকতে চাই। এটিই হয়ত জীবনে বেঁচে থাকার বড় দর্শন।”

Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅজ্ঞাত এই নারী ভুলে গেছে ঠিকানা, ফিরতে চায় পরিবারের কাছে
পরবর্তী নিবন্ধনাটোরে বউ বাজি রেখে মোবাইলে লুডুর জুয়া: সংঘর্ষ, আহত -২

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে