সৃষ্টি সমাধান -কবি এইচ এম সালাহউদ্দিন‘এর কবিতা

0
337
H. M. Shalah Uddin

সৃষ্টি সমাধান

কবি এইচ এম সালাহউদ্দিন

ভাটির টানে ছুটে চলে তরী;
গন্তব্য ঐ যে…… নীলের শেষ প্রান্ত।
সম্মুখে হাওয়া, মাঝির গান গাওয়া;
এ গাওয়া শেষ না শুধুই গেয়ে যাওয়া।
উল্টো হাওয়া দেয় পিছুটান;
সুতো পুড়ে ছাই, উড়ে যায় প্রদীপ ধোঁয়া।

কিছু চৈত্রের ফাটল ধরা নদী;
তৃষ্ণার ঊনতায় বিসর্জন দিলো সবই।
এ মরণ নদী একার না, কিছু প্রেমেরও।
নদীর ক্রুসাকারে বসে পা নাড়ে স্রষ্টা;
সৃষ্ট ঢেউ এসে ছুয়ে দেয় এপার-ওপার।
এ শুধু ঢেউ না, কিছু প্রেম থাকে অজানা।

ভ্রমণের পিয়াসে চড়ো উচুঁ চুড়ায়;
তৃপ্তির মুহুর্তে করো জোরে চিৎকার।
পর্বত বাধায় ফিরে পাও প্রতিধ্বনি;
প্রকৃতির পানে তুমি ঠিক যতটা দাও।
এ শুধু দেওয়া না, কিছু কিছু সঞ্চয়;
খুলো লকডাউনের ধার, নিয়ে যাও পাওনা;
তুমি-আমি স্রষ্টা, হাওয়ায় মিশ্রিত সৃষ্টি করোনা!

Advertisement
উৎসH. M. Shalah Uddin
পূর্ববর্তী নিবন্ধআষাঢ়ে গদ্য -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধজলছবি -কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে