হেমন্তের মাঠ -কামরুল হাসান কামু‘এর কবিতা

0
397

হেমন্তের মাঠ

কামরুল হাসান কামু

হেমন্তের মাঠের সজল চেহারা,উর্বরা সুখের
মতোন ডাকে,
হলুদরঙা ধান সুগন্ধি ছড়ালে,তার চেহারা প্রিয়ার
মুখের মতো লাগে।
এই মাঠ,শস্যপ্রাচুর্যে
বিকেলের রৌদ্র হাসলে,
সোহাগি মাঠের দিকে তাকালে চোখে বসন্ত জাগে।
এইসব বিকেলে মাঠের কিনারে তার দেখা পেলে,
বাউলমন আরো বাউলা হয় সুখে।
হিমের সকাল ডাকে ওই মাঠে;
হিমের সন্ধ্যা ডাকে ওই মাঠে;
শিশিরভেজা পাখির পুরানো পালক দেখে,
অতীতের কথাগুলো ফিরে আসে এই মাঠে।
উর্বরা সুখ ও দুঃখে,
ফিরে আসি প্রতিবারে
শিশিরভেজা ঘাস-মাটি-শস্যের ওই মাঠে।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপালাবার পথ নেই -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনা পাওয়া ভালোবাসা -কৃষাণ কুমার সাহা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে