“অধার্মিক”- অনিন্দিতা সেনের কবিতা

0
660
অনিন্দিতা সেন

অধার্মিক
অনিন্দিতা সেন

তুমি কি অধার্মিক হতে ভয় পাও?
ঘোর নাস্তিক হতে…?
আমি কিন্তু ভয় পাই না!
শিক্ষা কে জারজ করে
ধর্মের বেসাতি করে যারা,
ধর্ম কে ধরতাই করে
লোভ জাগায় যারা, সেই…
অবক্ষয়ের দড়ি ধরা মৃত্যু ফাঁদে
পা দিই না!
দেবালয়ে নিয়মিত…
নাহ্, সেভাবে আর…
যাওয়া হয়ে ওঠে কই?
নাস্তিক হতেও বাধা কিসের?
বরং রুক্ষ ছায়া বৃদ্ধ হলে
ধার্মিকের ধ্বজাধারীও এঁকে দেয়
মৃত্যুশোক!

আসানসোল

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“গন্ধম” কবি আজাদুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“অগ্নিসাক্ষী”- রত্না চক্রবর্তী’র ছোটগল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে