“অধুরা প্রেম”-শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়ালের কবিতা

0
592
কবি-এনকে

অধুরা প্রেম
শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়াল


আয়না আকাশ মন যে উদাস
মাঞ্জা দেওয়া ঘুড়ি,
ইচ্ছে করে ঐ আকাশে
হাত ধরে তোর উড়ি।।

আমার মনের এক ফালি ঐ
মহুল রঙা ঘরে
শেষ প্রহরে তোর-ছায়ারং,
দীঘল হয়ে পড়ে।।

চাঁদনী রাতের ঘুম ঘেরা চোখ
নিঃঝুমঝুম পুরী
সেই পুরীতে চরকা ঘোরায়
চাঁদের মা এক বুড়ি।।

স্বপন সুতোর বুনোট ঘন
রূপকথার ঐ পথ,
সে রাজপথে ছুটছে আমার
ইচ্ছেপাখার রথ।।

কল্পলোকের গল্পেরা সব
সবুজ দিয়ে ঘেরা,
অন্ধবনের ধন্ধ ভেঙে
আলোর দেশে ফেরা।।

সেই দেশেরই আগল খুলে
চুপটি করে বসে,
অচিন দেশের রাজপুত্তুর
খিলখিলিয়ে হাসে।।

জোনাক ডানার নীলচে হলুদ
আলোর পানে চেয়ে
মন বলে ঠিক আসবে আবার
ইচ্ছেসায়র বেয়ে।।

ভাঙল হঠাৎ বারবেলা ঘুম
তাকিয়ে দেখি একি!
কোথায় গেলো রাজার কুমার
সমস্তটাই মেকি।।

শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল
পশ্চিমবাঙলা,ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবিপন্ন বাঙালি/ পার্থ বসু
পরবর্তী নিবন্ধ“ভবিতব্য”- সমরজিৎ সিংহ’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে