“অভিযোজন”- লিপি চৌধুরী’র কবিতা

0
391
লিপি এনকে

অভিযোজন
লিপি চৌধুরী

বারংবার আত্মহত্যার পর
চিতার আগুন থেকে পুনর্জন্ম।
মৃত্যুর পর দিকশুন্য চাউনিতে
লাশ কাটা ঘরের সামনে দাঁড়িয়ে থাকা
মৃত অস্তিত্ব।
পোশাক বদলানোর আগেই ড্রপ সিন
মুখে রং মেখে ভিন্ন চরিত্রে অভিনয়।
যুথবদ্ধ বাঁচার অভিযোজন।
এক তরুণ কবি বলেছিল
সম্পর্ক মরে গেলে দাহ করে দিতে হয়,
কিন্তু পুড়িয়ে ফেলার পর যেটা পরে থাকে?
তার যে মরণ নেই।বিমলা জানে সে কথা।
বর্ষা রাতে প্রকৃতি জুড়ে যখন
মল্লার যুগলবন্দি
রাজলক্ষী র শরীরে কি তখন
শ্রীকান্তের জলতরঙ্গ বাজে না?
জলসঘরের ঝাড়বাতির আলো
থেকে ফিরে আসে অন্ধকারে।
সরীসৃপের মতো লেপ্টে থাকা
বিছানার গন্ধ নিয়ে যায় অতীতের
পথে পথে।গোপনে যে মৃত্যু ঘটে
সে চিতার আগুন নেভে চান ঘরে।

হাওড়া,পশ্চিমবাংলা, ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“কষ্ট “- নজির আহমেদের কবিতা
পরবর্তী নিবন্ধ“গভীর শোক “- শর্মিষ্ঠা চ‍্যাটার্জি বড়াল এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে