স্টাফ রিপোর্টার নাটোর: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক কুটনীতি নিয়ে কাজ করছে।মধ্যপ্রাচ্যের বাইরে গিয়ে নতুন নতুন দেশে মানবসম্পদ রপ্তানীর উদ্যোগ নিয়েছে।রপ্তানী বানিজ্যেও এসেছে বৈচিত্র।আমেরিকা সহ বিভিন্ন দেশে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ নতুন নতুন পন্য রপ্তানী করছে।বৈশ্বিক করানা মহামারির মধ্যেও বাংলাদেশ তার জিডিপি ৮ দশমিক ২ এ রাখতে সক্ষম হয়েছে।যা অনেক দেশের কাছেই বিশ্বয়।দুপুরে পরারাষ্ট্রমন্ত্রী নাটোর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য শফিকুল ইসলাম মিমুল ও শহিদুল ইসলাম বকুল এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে পরারাষ্ট্র মন্ত্রী বলেন,বাংলাদেশ সবসময় প্রতিবেশি রাষ্ট্র সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে।যুদ্ধ নয়,সীমান্ত হত্যা,পানি সমস্যা সহ অনেক অমিমাংশিত বিষয় বাংলাদেশ ডায়ালগের মাধ্যমে সমাধান করেছে।নরেন্দ্র মোদি-শেখ হাসিনা যেভাবে সমস্যার সমাধান করেছে অন্য কোথাও তার নজির পাওয়া যাবেনা।পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের নিয়ে দেশের বিভিন্ন জেলা পরিদর্শনের অংশ হিসাবে নাটোর সফর করেন মন্ত্রী এ কে আব্দুল মোমেন।