বড়াইগ্রামে মাদ্রাসায় কোটি টাকা দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন 

0
305
বড়াইগ্রামে মাদরাসায় কোটি টাকা দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার, নাটোর:
নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম মাদরাসায় জমি আত্মসাতসহ কোটি টাকা দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে মাদরাসার সামনে এলাকার শত শত মানুষ মানববন্ধনে অংশ নিয়ে এর তদন্ত করে বিচার দাবি করেন।
এ সময় তারা বলেন,  মাদরাসার অধ্যক্ষ হযরত আলী কোন কমিটি গঠন না করেই আড়াই বছর থেকে মাদরাসা অনিয়মের মাধ্যমে পরিচালনা করে আসছেন।  এছাড়া মাদরাসার প্রায় ১০০ বিঘা জমি নিজেই লিজ দিয়ে তার কোন হিসাব না দিয়ে টাকা আত্মসাৎ করেন, মাদ্রাসার পাশে মার্কেট নির্মাণ করে তার ভাড়াও ভোগ করেন অধ্যক্ষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মাদ্রাসা কমিটি গঠনসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া আগামীতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা।
মানববন্ধনে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধঅর্থনৈতিক কুটনীতির আলোকে মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশ নতুন নতুন রাষ্ট্রে লোক পাঠাচ্ছে- নাটোরে পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধসিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের আত্বপ্রকাশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে