আপন নীড়ে
কবি শিরিন আফরোজ
শহর থেকে অনেক দূরে
জনলোকারণ্য পার হতে হতে
রাশিরাশি মুগ্ধতায় ,
নয়নাভিরাম সৌন্দর্য
উপভোগ করতে করতে ছুটে চলা ,
মৃদু মৃদু শব্দ এদিক সেদিক,
পাখির কিচিরমিচির,
রাস্তার ধারে বেড়ে উঠা নানান ফুলের ঘ্রাণ ,
মুক্ত বাতাস,
ক্লান্ত রাখালের বাঁশির আবেগময় সুর,
তাজা শাকসব্জি,
তাজা ফুলফল,
নি:স্বাসে আম্র মুকুলের ঘ্রাণ ,
কাঁঠাল ছায়ায় সাঁঝের বেলায়,
বকুল পলাশে মন কাড়ে মায়ায়,
দীঘির টলমল জল,
বিলেঝিলে শাফলা শালুক,
দীঘির পাড়ে সারিসারি সুপারী গাছ,
আরও আছে প্রিয় হাছনাহেনা,গন্ধরাজ,
সজীবতা আর কোমলতার আপন ছোঁয়া,
ব্যস্ততার ছুটিতে,
ভালোবাসার আমন্ত্রণ ,
নি:স্বাসে বিশ্বাসে স্নিগ্ধ আপন মন,
আপনত্বের টানে ,
আপন নীড়ে যখন,
অজস্র আনন্দে দোলে মন,
দোলে আপন ভূবন।
Advertisement