আপন নীড়ে -কবি শিরিন আফরোজ‘এর কবিতা

0
619
Shirin Afroz

আপন নীড়ে

কবি শিরিন আফরোজ

শহর থেকে অনেক দূরে
জনলোকারণ্য পার হতে হতে
রাশিরাশি মুগ্ধতায় ,
নয়নাভিরাম সৌন্দর্য
উপভোগ করতে করতে ছুটে চলা ,
মৃদু মৃদু শব্দ এদিক সেদিক,
পাখির কিচিরমিচির,
রাস্তার ধারে বেড়ে উঠা নানান ফুলের ঘ্রাণ ,
মুক্ত বাতাস,
ক্লান্ত রাখালের বাঁশির আবেগময় সুর,
তাজা শাকসব্জি,
তাজা ফুলফল,
নি:স্বাসে আম্র মুকুলের ঘ্রাণ ,
কাঁঠাল ছায়ায় সাঁঝের বেলায়,
বকুল পলাশে মন কাড়ে মায়ায়,
দীঘির টলমল জল,
বিলেঝিলে শাফলা শালুক,
দীঘির পাড়ে সারিসারি সুপারী গাছ,
আরও আছে প্রিয় হাছনাহেনা,গন্ধরাজ,
সজীবতা আর কোমলতার আপন ছোঁয়া,
ব্যস্ততার ছুটিতে,
ভালোবাসার আমন্ত্রণ ,
নি:স্বাসে বিশ্বাসে স্নিগ্ধ আপন মন,
আপনত্বের টানে ,
আপন নীড়ে যখন,
অজস্র আনন্দে দোলে মন,
দোলে আপন ভূবন।

Advertisement
উৎসShirin Afroz
পূর্ববর্তী নিবন্ধলালপুরে কৃষককে মারপিটের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সদস্য সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় করোনায় কর্মহীন হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে