আবারও -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
486
Shahina Ronju

আবারও

কবি শাহিনা খাতুন

একদিন মহামারী শেষ হবে
আমরা আবার পুরনো আমরা হয়ে যাবো
আবার পরশ্রীকাতর হবো
আবার অকারণ কাড়ি কাড়ি
টাকা কামানোর ধান্ধায় ঘুরে বেড়াবো।
আবারও ধর্মের দোহাই দিয়ে
অন্যের সম্বল কেড়ে নেবো
আবারও রাজনীতির দোহাই দিয়ে
খুন করে ফেলবো প্রতিবেশীকে বন্ধুকে
চরম নিষ্ঠুর হয়ে যাবো আবার।
অতঃপর আবারও নতুন মহামারীর
অপেক্ষায় থাকবে কেউ কেউ
আবারও অভিশাপ দেবে দূর্বলেরা
যেসব সবল প্রাণ উর্ধ্বে যেতে যেতে
ভুলে যায় ইতিহাস
তাদের খোঁজ নেবে নতুন মহামারী
তাদের খোঁজ দেবে নতুন কোন ডামাডোল।

১৮/৪/২০২০

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোর সদর উপজেলায় আদিবাসীদের মাঝে ত্রাণ বিতরন
পরবর্তী নিবন্ধনাটোরের পুলিশ সুপারকে যমুনা হ্যান্ড স্যানিটাইজার উপহার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে