“আমারে আন্তর্জাতিক ছাওয়াল”- এম আসলাম লিটনের কবিতা

0
627
লিটন-এনকে

আমারে আন্তর্জাতিক ছাওয়াল
এম আসলাম লিটন

ক্যারে বা, তুমি বুলে আন্তর্জাতিক হসো?
তা ভাল, বিলের ছাওয়াল তুমি
গেরাম ছাড়্যা শহরেত্ .. শহর ছাড়্যা জেলাত্
জেলা ছাড়্যা জাতীয় হসো..
এখন শুনিচ্চি আন্তর্জাতিকও হয়্যা গ্যাসো-
বিলের পাঁকের মদ্যে তুমি আমারে লালরঙা পদ্ম
এলাকার নাম রাখিসো রে বা!
গব্বে আমারে বুক তালগাছের মতন উঁচু হয়্যা উটিসে..
বুকের ছাতি পাহাড়ের লাখান ফুল্যা উটিসে…
সোনার ছাওয়াল তুমি- ব্যাঁচে থাকো রে বা… ব্যাঁচে থাকো
আরো উপরেত্ উটো… চান্দেত্ যাও.. মঙ্গলেত চল্যা যাও..
দূরের আকাশেত্ তারা হয়্যা ঝুল্যা থাকো!
দোয়া করি রে বা… বুক ভর‌্যা দোয়া করি!

তা বা উপরেত্ উটিচ্চ, উটো…
তাই বুলে গাঁয়ের কতা ভুল্যা য্যাতে হবি?
বিলের কতা? বিলের কাদা-পাঁকের কতা?
তা ভুলেই যদি যাবে, যাও…
কুন্তক একখান কতা স্মরণেত্ র‌্যাখো রে বা
গায়েত্ থেক্যা মাঝে মাঝে বিলের কাদা-পাঁকের গন্দ বার‌্যাতে পারে…
পাঁকের গন্দ এতই পোচা, সহজে যায় না রে বা
তুমি আমারে আন্তর্জাতিক ছাওয়াল বুলে কতা!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএকুশে বই মেলায় রেজাউল করিম রেজার প্রথম কাব্য গ্রন্থ “দখল”
পরবর্তী নিবন্ধ“জিরাফের মত”- আসাদজামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে