আমি পৃথিবী বলছি
কবি কামরুন্নাহার
খুব ভাবনায় পড়েছো তোমরা তাইনা?
ভাবনাই বটে। বড় অশান্ত আমি আজ।
ভাবতো একবার,
কেন আজ আমি এমন?
প্রতিদিন অন্যায় করেছো তোমরা, আমার সাথে
দূর্বল মানুষের সাথে, প্রাণীর সাথে, প্রকৃতির সাথে।
ওরা নালিশ জানিয়েছে আমায়।
আজ আমি দায়িত্ব নিয়েছি সব ঠিক করবার।
আমার নষ্ট সব অনুষঙ্গের মেরামত চলছে।
মেরামত হবে তথাকথিত পৃথিবীর মোড়লিপনার।
বিচার হবে দূর্বলের ওপর সবলের অত্যাচারের।
আমার একটা খন্ড দিয়েছি তোমাদের বাস করতে।
তোমরা ভাগ করেছো একে।
নাম দিয়েছো মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান রাষ্ট্র।
উন্নত রাষ্ট্র, অনুন্নত, মধ্যম আরো কত কি?
তোমাদের লজ্জাহীন এ আচরণ আজ বাধ্য করছে
তোমাদের বন্দী রাখতে।
তবুও সুখবর বলছি তোমাদের।
মনুষ্যহীন পৃথিবী হয়না, হবে না।
শান্ত হবো আমি। বেরুবে তোমরা।
তোমাদের পরিবর্তন হবে কি?
অন্যায় গুলো শুধরে নেবে তো?
প্রকৃতিকে রাখবে নিরাপদ?
ছেড়ে দেবে প্রকৃতির সম্পদ প্রকৃতিতে?
দূর্বল মরবে নাতো তোমাদের হাতে?
বন্ধ করবে জাতি,গোষ্ঠী হানাহানি?
হয়তো কদিনের জন্য করবে।
তবু সুযোগ দেবো তোমাদের।
তবে মনে রেখো, সাবধান হও।
না হলে আবারও অশান্ত হবো আমি।
আপাতত ধৈর্য্য ধরো আর একটু
আমার সব অনুষঙ্গের মেরামত কাজ চলছে।
১০/৫/২০২০