আলোক-দিশারী শেখ হাসিনা -আলী আকবর বাবুল‘এর কবিতা

0
113
আলী আকবর বাবুল

আলোক-দিশারী শেখ হাসিনা

আলী আকবর বাবুল

তুমি যখন বঙ্কিম দৃষ্টিতে তাকালে—
চৌচির মাঠে ফুটে উঠল আলোর ফুল
শস্যক্ষেতে দোল খেল বাউরী বাতাস
কৃষকের গোলায় সুবাস ছড়াল শস্যরাশি!

যখন তুমি অন্তর প্রসারিত করলে—
সমুদ্রসীমায় আমাদের মালিকানা প্রতিষ্ঠিত হল
আকাশ জয় করল বঙ্গবন্ধু স্যাটেলাইট
তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার এনে দিল স্নিগ্ধ এক বাংলাদেশ!

ভালোবাসলে যখন তুমি সত্য ও সুন্দরকে—
নরাধম যুদ্ধাপরাধীরা একে একে ঝুলল ফাঁসিকাষ্ঠে
দুর্নীতিবাজরা হল দেশছাড়া, দুর্বৃত্তরা চোদ্দশিকের আতিথ্যে
দুষ্টের দমনে হাততালি দেয় শিষ্টকুল!

ছোপ ছোপ রক্ত মাড়িয়ে তুমি যখন দেশে ফিরলে—
ক্রমাগত মাড়িয়ে গেলে ঝঞ্ঝাবিক্ষুব্ধ পথ
পতাকার লাল-সবুজ রঙ উজ্জ্বল হল আরও
দিকে দিকে জেগে উঠল প্রাণের উচ্ছ্বাস
বিশ্বজুড়ে বাংলাদেশ আজ অনন্য রোল মডেল!

যখন জননী হলে তুমি—
প্রকাশ পেল মাতৃময়ী স্নেহচ্ছবি
ক্রমান্বয়ে হয়ে উঠলে সফল দেশজননী
বৃক্ষগুলো নুয়ে যেতে থাকে ভারী ফলের উচ্ছ্বাসে
তোমার পুতুল-জয় আজ অহংকারের নাম
আরও কত সন্তান মায়ের বন্দনাগীতি গেয়ে যায়, রচে যায় ক্ষণে ক্ষণে!

তুমি শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি— বাপকা বেটি
তুমি জন্মেছিলে বলেই এদেশ আজ কলঙ্কমুক্ত
ফিরে এল হাজার বছরের হৃত ঐতিহ্য— শান্তির সুবাস
তোমার জন্মদিনে তাই স্বর্গীয় ফুলগুলো
ডানা মেলে উড়াল দিল দূরতম নক্ষত্রপানে
সেখানে গিয়ে বর্তমান বাংলাদেশের প্রশাস্তি গাইবে বলে!
কেউ একজন আলোকপিয়াসী
তাই তো চতুর্দিকে এত আলো, ভালোর বন্যা!

Advertisement
উৎসআলী আকবর বাবুল
পূর্ববর্তী নিবন্ধনাটোরে দোকান বাড়ি ভাংচুর : হামলাসহ লুটপাটের অভিযোগ
পরবর্তী নিবন্ধনাটোরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে