আশাহত মানুষ -কবি প্রদীপ সরকার‘এর কবিতা

0
445
Prodip Sarker

আশাহত মানুষ

কবি প্রদীপ সরকার

আশাহত মানুষ নৈরাশ্য বুকে কর্মযোগী
কর্ম করেও সফলতাহীন
তবুও বেঁচে থাকা রাত্রিদিন
কর্মযজ্ঞে আশায় বসতি প্রতিদিন।
আকাঙ্ক্ষায় বুক বেধে রাখি
বসন্ত বাতাসে এক বুক আশা জাগে
মনের গভীরে
হয়তো সফলতা ধরা দেবে এখনই।
সমুদ্র যাত্রীদের জাহাজ ছোটে
ছোটে নোঙর তুলে প্রত্যাশার গন্তব্যে
আমিও তেমনি গন্তব্য খুঁজি
রাত্রি দিনের সময় মাপি
কখন আসবে মাহেন্দ্রক্ষণ
হৃদয়ের সমস্ত জানালা দরোজা খুলে
উন্মুখ প্রতীক্ষায় উদগ্রীব হয়ে আছি।
হে মহাকাল !
তুমি বাড়িয়ে দাও, নির্ভরতা
অজস্র স্বপ্ন ভাঙা ভগ্নহৃদয়ের
মনোবাঞ্ছা পূর্ণ কর এবার
অপেক্ষার হয়না শেষ অক্লান্ত অশ্বারোহী মত
আশার ঘোড়ার লাগাম ধরেছি টেনে
পুর্ণতা দাও বিজয়ীবেশে।

প্র.স. ০৮.০৫.২০২২

Advertisement
উৎসProdip Sarker
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে কিশোরীর শ্লীলতাহানি- সালিশে মীমাংসার চেষ্টা
পরবর্তী নিবন্ধনাটোরের রায়হান শশীর ‘ডেজা-ভ্যু’ সিনেমা কান চলচিত্র পুরষ্কার জিতেছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে