আহারে প্রেম ছোট ফুলের
কবি শাহিনা খাতুন
স্বপ্নের পাশে প্রাচীর গড়েছি
ফুরিয়ে যাচ্ছে অমূল্য সময়
কী দিয়ে বেঁধেছি আঁকাশ?
এই যে দেখো আঁচলে বেঁধেছি।
প্রেমে তোমায় ধরতে পারিনি
তাই বিরহে আজকে ধরেছি।
একটুখানি সবুজ পাতা
একটুখানি ঘাসের ফুল
কে দেবে তার মূল্য বলো
কেই বা বানায় কানের দুল?
পায়ের নিচে পৃষ্ট হয়ে
মুছে যায় সে অনুক্ষণ
তবুও তার স্বপ্ন আছে
হয়তো সবই অকারণ।
বসে থাকে কার অপেক্ষায়
পিপড়েটাই জানে তা
আহারে প্রেম ছোট ফুলের
কেউ সে খবর রাখলোনা।
আঁকাশ জুড়ে মেঘের মেলা
বাতাস সেও প্রবল খুব
মৌমাছিটা দৌড়ে আসে
কানে কানে কথা আছে
বলতেই হবে একটু থামাও কলরব
ঐ সে আসে দেখবে নাকি?
যার প্রতিক্ষায় দিন গুনেছো
এসো তবে সঙ্গে আজ।
আমারতো ভাই পাখা নেই
উড়তে আমি পারিনা
তবে আমায় যদি উপরে ফেলো
সঙ্গে তোমার যাবো আমি
প্রেমের মূল্য দেখাবো আজ
দয়া যদি কর তুমি।
Advertisement