গুরুদাসপুরে ২৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ

0
553

গুরুদাসপুরে ২৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ

সন্দীপ কুমার গুরুদাসপুর নাটোর কণ্ঠ:করোনা ভাইরাস (কভিট-১৯) সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকডাউন ঘোষণায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় কর্মহীন ও দরিদ্র মানুষেরা অসহায় হয়ে জীবিকা নির্বাহ করছে । আর ঠিক এই সময় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ শুক্রবার সকালে ডা: মোহাম্মদ আলী ঈদ উপলক্ষে কর্মহীন অসহায় ২৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেন। ঈদ সামগ্রী উপহার এর মধ্যে ছিল আতপ চাউল, চিনি ,গুড়া দুধ ও সেমাই । নাটোরের গুরুদাসপুর উপজেলায় আনোয়ার হোসেন চক্ষু ও জেনারেল হাসপাতাল এর তিনি কর্মরত একজন ডাক্তার। গুরুদাসপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে তিনি বাছাই করে ২৫০০ দুস্থ, দরিদ্র, অসহায়, নিরিহ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন । তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সামগ্রী উপহার দেন। এই সময় উপস্থিত সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল কুদ্দুস এমপি, যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ শোভন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, আব্দুল মান্নান খলিফা, মাসুদ সরকার, ডা. মোহাম্মাদ আলী, শিল্পপতি শেখ আলমগীর । এছাড়াও ছিলেন এলাকার অনেক গণ্যমান্য ব্যাক্তি ও বিশিষ্ট সমাজসেবক বৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনা পরিস্থিতিতে জরুরী চলাচলে “মুভমেন্ট পাস” চালুর উদ্যোগ নিচ্ছে পুলিশ
পরবর্তী নিবন্ধআহারে প্রেম ছোট ফুলের -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে