“আয়োজন “- বেনজির শিকদারের কবিতা

0
398
শিকদার এনকে

আয়োজন
বেনজির শিকদার

চৈত্রের আকাশে মেঘ ডোমরু

নিশ্চিত বৃষ্টির আগমনী পূর্বাভাস l

মেঘের ভ্রুকুঞ্চন উপেক্ষা করে অদূরেই চলছে সংগীত আয়োজন,
সাক্ষাতের ফোকল গলে শুভেচ্ছার মহড়া l

তিনটে নেড়ি কুকুরের আনাগোনা
হয়তো বুঝে গ্যাছে অনিবার্য আহারের সম্ভাবনা l

দূরে উড়ন্ত চিলের সমান্তরালে লাল রংয়ের যে ঘুড়িটা উড়ছিল
ওর-ও নাটাই গোটানো হয়েছে lখুটায় বাঁধা কালো গাই হাম্বা হাম্বা ডেকে ঘুরছে ভীষণ,

রামুর বৌ স্নান সেরে কলসীতে জল নিয়ে বাড়ি ফিরছিলো
মাঝ পথে রেণুকার ছোঁয়ায় অশুচির দোষ লেগেছে শরীরে,
ছ্যা ছ্যা সুর তুলে পুনরায় ফিরে গেলো জল ভরতে l

দাওয়ায় এসে প্রত্যাশার হাঁক ডাকলেন ক্লান্ত ফেরিওয়ালা
লেস ফিতা-লেস ফিতা, স্নোনো, পাউডার, আ…ল…তা…l

বেড়ায় গোঁজা শুকনো কাপড় তুলতে ব্যস্ত কালুর ঠাম্মা
জেলে বাড়ির রমেশ ঘষে ঘষে তেল মাখছে, মাছ মিলবে বোধহয় !

কোকিলটারও তাড়া বেড়েছে কাকের বাসায় ডিমটা নিরাপদ কিনা
চুলের বিনুনি আর গলায় স্টেথিস্কপ্ ঝুলিয়ে হনহন করে বাড়ি ফিরলো
শিকদার সাহেবের কুড়ি বছর বয়সী ডাক্তারি পড়ুয়া মেয়েটা l

একটা ঘুটে কুড়োনি ছেঁড়া বস্তাটা রেখে কোচলায় তুলছে থানকুনি পাতা
মা চড়ুইটা খাবার মুখে উড়ে গেলো জানালার কার্নিশে, দু’টো ছানা l

হয়তো এভাবেই, তিসির খেতে প্রজাপতি উড়বে,
নব বধূর গলা ভিজবে গোয়াল কাকার ঘোলে,

ধলেশ্বরী বইবে,
আয়োজনে আয়োজনে বাড়বে বয়স,
সময় পালাবে,
সাদা মেঘের আলস্যে শান্ত হবে লাইলী-মজনু,
শান্ত হবে কুবের-কপিলা, হোসেন মিয়ার ময়না দ্বীপ l

হয়তো থেমে যাবে প্রকৃতি ও সভ্যতার এহেন প্রতিযোগিতা
একদিন, আয়োজনে, এভাবেই থেমে যাবে সংসার সুনামি l

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসৌমিক ডি.মজুমদারের কয়েকটি কবিতা
পরবর্তী নিবন্ধ“জীবন এক ষড়যন্ত্র” কবি আজাদুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে