‘ঈর্ষা “- কবি সমরজিৎ সিংহ’র কবিতা

0
534
সমরজিৎএনকে

ঈর্ষা

সমরজিৎ সিংহ

জানালার সঙ্গে প্রেম হঠাৎ মেঘের ।
ঈর্ষাকাতরতা এক ব্যাধি ।
হাওয়া কি বইছে রেলগেটে, কৃষ্ণমোহন স্টেশনে ?
এত যে পেয়ারা দেখি রোজ, চারদিকে
তার একটিও দেখি নাই মুখে দিয়ে !

সুতো বিনে সেলাই করেছি
এ সব বিচ্ছিন্ন কথা, তারপর শুকোতে দিয়েছি
এজরা পাউণ্ড, তোমার নির্জন কবরের পাশে ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ‘হ্যালুসিনেশন, ‘০৯ “- অর্জুন থিয়েটারওয়ালা’র কবিতা
পরবর্তী নিবন্ধ“রূপকথার একশো বছর”- কবি মলয় রায়চৌধুরী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে