এইতো একটা জীবন-ই তো -দেবাশীষ সরকার‘এর কবিতা

0
179
Debashish Sarker

এইতো একটা জীবন-ই তো

দেবাশীষ সরকার

একটা জীবন শুধু ভাবতে ভাবতেই
অবাক বিস্ময়ে কাটিয়ে দেওয়া যায়।
এইতো একটা জীবন-ই তো, আর কিছু তো নয়!
আকাশের দিকে তাকিয়ে থাকতে,
কিংবা স্রোতহীন নদীর শান্ত স্তব্ধ জলে,
শুকনো গাছের পাতারা ঝরে যায়।
অভুক্ত পেট গুলো আরো ভিতরে ঢুকে যায়,
শুকনো মুখগুলো আরো শুকনো,মলিন দেখায়।
ডিজিটাল উন্নয়ন ধারা, কর্ম নেশায় ভাসে সবাই
ঘরের সংসার কাজের মানুষের বড় অভাব তাই।
নারী শিক্ষা,সম অধিকার,ক্ষমতায়নের সংসারে
অসহায় শিশু সন্তান, বৃদ্ধ বাবা-মা, ভরসা কোথায়!
উন্নয়ন পথে আসে বেবী ডে কেয়ার,আসে বৃদ্ধাশ্রম
স্বপ্ন সন্তানেরা ছুটে সন্মুখে নতুন স্বপ্ন বুকে আর
আমাদের বিবাগীদের ভীড় জমে আশ্রমে আশ্রমে।
এইতো একটা জীবন-ই তো ভাবতে ভাবতেই কেটে যায়,
ইটভাটার আগুনে পুড়ে পুড়ে সভ্যতা চমকায়
অভুক্ত পেটগুলো, শুকনো মুখগুলো,
শুধু পরিবেশ বদলায়, হা হা হা হা হা হা
ওইতো একটা জীবন-ই তো স্রোতহীন স্তব্ধ
নদীর জলে তাকিয়ে থাকতে থাকতে কাটিয়ে দেওয়া যায়।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর নর্থ বেঙ্গল সুগার মিলের ১০ একর জমির আখ পুড়ে গেছে
পরবর্তী নিবন্ধকবি গোলাম কবির‘এর ছ‘টি কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে