‘এই পদক আমার নয় : এই পদক, এই সম্মান আপনাদের’ – এসপি লিটন

0
165

নটোর কণ্ঠ : এই পদক আমার নয়, এই পদক, এই সম্মান আপনাদের, এ সম্মান নাটোর বাসীর”- বলে মন্তব্য করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন সাহা।

তিনি আজ রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। সম্প্রতি তিনি বিপিএম-বার সেবা পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে পদক নিয়ে জেলায় ফিরেছেন।

এসময় তিনি আরো বলেন, আপনারা নাটোরের সাংবাদিকরা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় প্রতিরোধের জন্য কাজ করে যাচ্ছেন নিরবচ্ছিন্ন তা কোন কিছু করেই সে ঋণ শোধ করা যাবে না। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার সিবিআই শরিফুল ইসলাম, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা সহ অন্যান্যরা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুর বাজারে জলাবদ্ধতা : ড্রেনের নোংরা পানিতে সয়লাব রাস্তা
পরবর্তী নিবন্ধনাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জেলা ফুটবল দলের সম্ভাবনাময় গোলকিপারের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে