“একজন অমর রাষ্ট্রনায়ক” -কবি শিরিন আফরোজ‘এর কবিতা

0
467
Shirin Afroz

“একজন অমর রাষ্ট্রনায়ক”

কবি শিরিন আফরোজ

তোমায় পেয়ে ধন্য এ দেশ
ধন্য দেশের মাটি,
শত্রু সেনাদের করতে দাওনি
এদেশেতে ঘাটি,
জগত জানে
অনেক বীর
অনেক ত্যাগীর কথা,
বঙ্গবন্ধু তুমি তাদেরই একজন,
স্বাধীন দেশের স্বপ্ন ছিল
অন্তরে তোমার গাঁথা।
আশ্বাস দিয়ে আশাহত করোনি
দেশের জনগনের,
দেশের মানুষও যুদ্ধ করেছে
একাত্মতায় আর প্রাণপণে।
বিজয় পেয়েছে
ভূখন্ড পেয়েছে
পেয়েছে একটি পতাকা,
এ বাংলার রূপকার তুমি
তোমার স্বপ্নে মধুমাখা।
হায়েনার দোসররা তোমায়,
দিল না বাঁচতে বেশিদিন
স্বাধীন সুখের নীড়ে,
রক্তের বন্যায় ভাসিয়েছিলো
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটিরে।
মেরেছে যারা
ঘৃণিত তারা
শয়তান তারা,
সেতো জগত জানে,
তুমি তো আছো বেঁচে
এ ধানসিঁড়িটির দেশে
মহাবীর তুমি
আদর্শ তুমি
বাঙালির মনেপ্রাণে।
দেশের মানুষ
বিদেশের মানুষ
সকলেই জানে
সকলেই মানে,
বাঙালির বন্ধু তুমি
বাঙালির আপন,
বঙ্গবন্ধু তুমি শেখ মুজিবুর রহমান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“দীর্ঘশ্বাস ফেলিনা আর” -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধজন্মদিনের মোমবাতি – ওয়াহিদ জালালের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে