একলা -রত্না চক্রবর্তী‘এর কবিতা

0
381
রত্না চক্রবর্তী

একলা

রত্না চক্রবর্তী

একলা পাখি দুঃখী নয়
ঘুরে বেড়ায় আকাশময়
তার জন্যই সারা আকাশ
তার জন্যই খোলা বাতাস।
সেই আকাশে অনেক আলো
দূরের থেকে সবই ভালো,
একলা পাখির মুক্ত মন
আলোয় ভাসে অণুক্ষণ।

Advertisement
উৎসরত্না চক্রবর্তী
পূর্ববর্তী নিবন্ধশেষ ফেরারি -কবি আনিছুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবিশ্ব পরিযায়ী পাখি দিবসে নাটোরের সিংড়ায় নানা আয়োজন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে