একুশ আসছে ঐ -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
304
Shupti Jaman

একুশ আসছে ঐ

কবি সুপ্তি জামান

বিশ বিশে বিষময় হয়েছে জীবন
বিশ একুশে আসুক পরিত্রাণ
একুশের পদধ্বনি বাতাশে শুনতে পাই,
যেন বিজয়ী বীর আসছে ঐ
মুছে যাবে জরা, ব্যাধি আর সব গ্লানি
একুশ আসছে ঐ
প্রাণের পরে দিতে চাই তারে ঠাঁই
একুশে আমরা নাচবোই, গাইবোই
আর কোন ভয়ে রইবো না পড়ে গৃহকোণে
একুশের পানে চেয়ে আছি
যেন আমি ঊষার সূর্যমুখী
একুশ আসবে বলে রয়েছি
আজি পথের ধারে দাঁড়িয়ে—
আমায় তুমি নাইবা নিলে চিনে
পৃথীবীরে দিও পরিত্রাণ
তোমা পানে চেয়ে আছে অগণন প্রাণ
তাদের দিও সুস্থ,স্বাভাবিক, স্বস্থির জীবন
উনিশ উনিশ, বিশ বিশের
পুনরাবৃত্তি আর চাইনে মর্তে
একুশ একুশের পৃথিবী যেন দেখে শুধু সমৃদ্ধি।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধকবি অসিত কর্মকার‘এর একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধমানিয়ে চলা -কবি আনিছুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে