মানিয়ে চলা -কবি আনিছুর রহমান‘এর কবিতা

0
238
Anisur Rahman

মানিয়ে চলা

কবি আনিছুর রহমান

একটুখানি সহজ হতে
কিসের বলো দোষ?
নিজেকে মানিয়ে নিতে
না হয়একটু কর আপোষ।
হয়ত অনেক বড় তুমি
অনেক বিরান ভূমি!
নিজেকে একটু ছোট ভাবলে
বলো তো দোষের কি?
হয়েই থাকো মস্তবড় দেশকর্তা
কিংবা সমাজপতি
ব্যক্তি অহংকার সব চূর্ণ কর
তবেই রবে সুনাম খ্যাতি।
মান-অভিমান ছাড়া কেহই
পৃথিবীতে আছে কি?
রাগ-ক্ষোভ, ঘৃণা জন্মুক যতই
ক্ষনেই ভুলে গেলে ক্ষতি কি?

Advertisement
উৎসAnisur Rahman
পূর্ববর্তী নিবন্ধএকুশ আসছে ঐ -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে সাপের কামড়ে একজনের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে