“এক বরষায়”
কবি রুমকি আনোয়ার
একদিন বর্ষনমুখর সন্ধ্যায়
একটি গোলাপ আর একটি বাসন্তী খাম
কে দিলো
জানা হলো না ।
একদিন বর্ষনমুখর সন্ধ্যায়
হাতে গীতাঞ্জলি পড়ছিলাম,
এক কিশোরীর আর্তনাদ
কেন জানা হলো না ।
একদিন বর্ষনমুখর সন্ধ্যায়
ভায়োলিনের করুন মূর্ছনা
বুকে আছড়ে পড়লো
কার এমন দুঃখ
জানা হলো না ,
একদিন বর্ষনমুখর সন্ধ্যায়
আমার অশ্রুর অভিসিক্ত হলো
কেন তাও জানা হলো না ।
একদিন এক বর্ষায়
খুব কাছাকাছি এসেছিলাম দুজনে
কোন এক বিবর্ন সকালে খুন হলো ভালোবাসা
কেন জানা হলো না ।
বৃষ্টির সাথে অশ্রুর সখ্যতা বুঝি আজন্ম
বর্ষার তা জানা নেই————।।
Advertisement