“এক বরষায়” কবি রুমকি আনোয়ার‘এর কবিতা

0
671
Rumki-Anowar

“এক বরষায়”

কবি রুমকি আনোয়ার

একদিন বর্ষনমুখর সন্ধ্যায়
একটি গোলাপ আর একটি বাসন্তী খাম
কে দিলো
জানা হলো না ।
একদিন বর্ষনমুখর সন্ধ্যায়
হাতে গীতাঞ্জলি পড়ছিলাম,
এক কিশোরীর আর্তনাদ
কেন জানা হলো না ।
একদিন বর্ষনমুখর সন্ধ্যায়
ভায়োলিনের করুন মূর্ছনা
বুকে আছড়ে পড়লো
কার এমন দুঃখ
জানা হলো না ,
একদিন বর্ষনমুখর সন্ধ্যায়
আমার অশ্রুর অভিসিক্ত হলো
কেন তাও জানা হলো না ।
একদিন এক বর্ষায়
খুব কাছাকাছি এসেছিলাম দুজনে
কোন এক বিবর্ন সকালে খুন হলো ভালোবাসা
কেন জানা হলো না ।
বৃষ্টির সাথে অশ্রুর সখ্যতা বুঝি আজন্ম
বর্ষার তা জানা নেই————।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“প্রেমবিষ”- এম আসলাম লিটনের কবিতা
পরবর্তী নিবন্ধ“অভিমান” – রবিন খান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে