এখন নন্দিতা/ কাজী লাবণ্য’র কবিতা

0
549
kazi-l

এখন নন্দিতা/ কাজী লাবণ্য

সফেদ সুর্য্যের প্রতিশ্রুতি বুকে নিয়ে
নন্দিতা আবারও দাঁড়ায় জলের সমুখে
সরোবর কখনো খোলে না তার
চিরায়ত আবদ্ধ দরোজার খিল ।

ঝাঁঝালো রোদের তাপ
কবিতার খেরো খাতার স্বাদকে
করে দেয় বর্ণহীন
ত্রিশূল হাতে ধ্যানমগ্ন সন্তরা
ডেকে নেয় তাকে অরন্যের গহীনে ।

জনশূন্য প্রান্তে জ্বলে অর্ঘ্যের ধূপ
গাছের শিকড়ে পাখির পালক
ঠিকানা হারায় লোনা জলে ।

অতঃপর একে একে মুছে যায় নন্দিতার
সোনালি রং
জীবনের যাত্রা পথে জমে বালির পাহাড়
সাধুর কল্কি ওড়ায় উচ্ছ্বাসের ধুসর ধোঁয়া
অবশেষে একদিন অবশিষ্ঠ লাল টিপ
ছোঁ মেরে নিয়ে যায় অপেক্ষার চিল ।

একপাল নিকোটিনের উঠান পেরিয়ে
নন্দিতা এখন মেঘলা আকশের নিচে
ব্যানার দুহাতে চেপে দাঁড়িয়ে থাকে
জনশূন্য রাজ পথে- নির্জন সন্ধ্যায়।

মেঘের আঁচল কেটে
বৃষ্টি করে না তবু রিমঝিম রিমঝিম ।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসময় শেষের বাঁশি/ কাজী আতীকের কবিতা
পরবর্তী নিবন্ধ“ভালবাসার ফেরিওয়ালা”- আবু জাফর সিদ্দিকী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে