এখন পর্যন্ত নাটোর করোনামুক্ত, ৮ জনের রক্ত পরীক্ষা, মেলেনি করোনার উপস্থিতি

1
1645
নাটোর, করোনা

নাটোর কণ্ঠ ,নাটোরের,৮ জন সন্দেহমূলক করোনা আক্রান্তের রক্ত পরীক্ষা করে একজনের শরীরেও করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা ল্যাবরেটরীতে রক্ত পরীক্ষা শেষে এমন তথ্য মিলেছে।
নাটোরের ৮ জন ছাড়াও রাজশাহী আশেপাশের বেশ কয়েকটি জেলার আরো ৯০ জনের রক্ত করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এই পরীক্ষাগারে। তাতে মিলেছে একজনের রক্তে করোনা ভাইরাসের উপস্থিতি। বর্তমানে সেই রোগী বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট এ চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবের প্রধান ডা. সাবেরা গুলনেহার এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় অগ্নিকান্ডে ভষ্মিভূত তিন পরিবারের নয়টি ঘর, ১০ লক্ষ টাকার ক্ষতি
পরবর্তী নিবন্ধচলমান জীবনের ছন্দপতন -মনিমূল হক

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে