এ্রখনো পাহারায় থাকে রাত – আসাদজামান
এখনো দিন পেরুলেই সন্ধ্যা নামে ; হয়ে আসে আঁধার ঘনঘোর
এখনো ডাকে ঝিঁঝিঁ পোকা, কেবল বদল হয়েছে প্রহর।
আকাশ এখনো কাঁদে জমে গ্যালে মেঘের পাপ
রহিমুদ্দির পোলার সেই ডাকটাই শ্রুতিমধুর ছিলো;
বাবাকে বলতো বাপ!
জননতন্ত্রের নাড়ি ছিঁড়ে আজও ভূমিষ্ঠ হয় সদ্যজাত;
আগামীর যোদ্ধা!
তারপর…..
একদিন টিভি’র পর্দা জুড়ে, সেই বড় বোদ্ধা!!
এই দেশ চায় কি, সামান্য ভাত, লবন রুটি ?
সংবাদপত্রের শিরোনাম, ছিঁড়ে হয় কুটিকুটি।
অযথা বাজালে হুইসেল, স্ব শব্দে ভেঙে যায় ঘুম,
ইচ্ছে থাকলে উপায় মেলে.. একজন আদিবাসী
গারো পাহাড়ের ঢালে যে ছবি আঁকে ; আমরা তার
নাম দিয়েছি জুম।
জীবন মানে উতলা ঢেউ;
একের কর্মে উপকৃত হয় সবাই,
তাই বলে অপকর্মের দায় নেয় না কেউ।
এখনো সূর্য ওঠে এই বাংলায়, তাড়াতে আঁধার ঘোর
এখনো পাহারায় থাকে রাত, আনতে আলোর ভোর।
০৯.০৫.২০২০
Advertisement