এ্রখনো পাহারায় থাকে রাত – আসাদজামানের কবিতা

0
505
Md-Asaduzzaman

এ্রখনো পাহারায় থাকে রাত – আসাদজামান

এখনো দিন পেরুলেই সন্ধ্যা নামে ; হয়ে আসে আঁধার ঘনঘোর
এখনো ডাকে ঝিঁঝিঁ পোকা, কেবল বদল হয়েছে প্রহর।

আকাশ এখনো কাঁদে জমে গ্যালে মেঘের পাপ
রহিমুদ্দির পোলার সেই ডাকটাই শ্রুতিমধুর ছিলো;
বাবাকে বলতো বাপ!

জননতন্ত্রের নাড়ি ছিঁড়ে আজও ভূমিষ্ঠ হয় সদ্যজাত;
আগামীর যোদ্ধা!
তারপর…..
একদিন টিভি’র পর্দা জুড়ে, সেই বড় বোদ্ধা!!

এই দেশ চায় কি, সামান্য ভাত, লবন রুটি ?
সংবাদপত্রের শিরোনাম, ছিঁড়ে হয় কুটিকুটি।

অযথা বাজালে হুইসেল, স্ব শব্দে ভেঙে যায় ঘুম,
ইচ্ছে থাকলে উপায় মেলে.. একজন আদিবাসী
গারো পাহাড়ের ঢালে যে ছবি আঁকে ; আমরা তার
নাম দিয়েছি জুম।

জীবন মানে উতলা ঢেউ;
একের কর্মে উপকৃত হয় সবাই,
তাই বলে অপকর্মের দায় নেয় না কেউ।

এখনো সূর্য ওঠে এই বাংলায়, তাড়াতে আঁধার ঘোর
এখনো পাহারায় থাকে রাত, আনতে আলোর ভোর।

০৯.০৫.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনা সময়; অতঃপর!- কাজী আতীকের কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় পুলিশ সদস্যের বাড়ি লকডাউন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে