কবি জাফর ওবায়েদের কবিতা গুচ্ছ

0
811
Zafor

লকডাউনের পঙক্তিমালা- জাফর ওবায়েদ

অনুক্ত অনুভব
——————-

আমাকে অভিশাপ দিয়ো না, ক্ষমা করে দাও – আমি অপারগ ছিলাম!

বিশ্বাস করো! আমার ধমনি ভরে বইছে যে রক্তের স্রোত তা কোনও বেঈমানের নয়
আমার দুচোখ জুড়ে জ্বলছে যে আলোর প্রদীপ তা কোনও মুনাফেকের নয়;
আমি তোমাদের ভালোবাসি, অন্তহীন ভালোবাসি – ভালোবাসি শর্তহীন!

বিশ্বাস করো! আমার দুঠোঁটে লেগে আছে যে শব্দের সরোদ তা কোনও অকৃতজ্ঞের নয়
আমার কণ্ঠে জমা অনুচ্চারিত সমস্ত ধ্বনি কোনও কুপুত্রের নয়;
আমি তোমাদের কথাই বলতে চাই, তোমাদের ভাষাই আমি ধরেছি বুকের তলে!

বিশ্বাস করো! আমার দেহমন, সমস্ত ইন্দ্রিয় তোমাদেরই জিকির করে
আমার আশা ও আস্থা চিরদিনই অটুট ছিল তোমাদের ওপর;
আমাকে অভিশাপ দিয়ো না, দয়া করো – আমি অক্ষম ছিলাম!

মৌলটান
————-

মানুষকে পৃথিবীর মায়ায় খুব বেশি দিন বেঁধে রাখা যায়?

সমস্ত মায়া, সমস্ত মোহ, সমস্ত পিছুটান একদিন শূন্য হয়ে যায়
সেদিন প্রিয় সন্তানের মায়াবি মুখের জাদুতে আর সায় দিতে চায় না মন
মনে হয় চিরকালীন নীরবতাই যেন একমাত্র আশ্রয়

সমস্ত সুখ, সমস্ত স্মৃতি, সমস্ত উন্মাদনা একদিন অর্থহীন হয়ে যায়
প্রিয় মূহু্র্তগুলো সেদিন আর টানতে পারে না তার শীতল ছায়ায়
মুক্তির আনন্দ শুধু ডাক পাড়ে স্নেহভরা কোমল আঁচলতলে

কল্পপরশ
————

আমি আজ কাঁদছি, প্রাণভরে কাঁদছি আমার শেষ বিয়ের আনন্দে!

কষ্ট নয়, অনন্ত সুখের অশ্রু গড়িয়ে পড়ছে আমার বুক বেয়ে
আজ থেকে আর ছুঁতে পারবে না আমায় জাগতিক কোনও দু:খ
নতুন জগতে এক রটে যাবে মুক্ত বিহঙ্গের অবাধ চলাচল

বিরহ নয়, প্রেমের প্রসূনভেজা জলে আজ ছড়িয়েছে আতরের ঘ্রাণ
দ্বন্দ্ব নয়, দ্বিধাহীন আহবানে ছুটে চলা স্নিগ্ধতার অতল পথে
খুব শীঘ্রই হবে সুজন সখার সঙ্গে নি:শর্ত আলিঙ্গন

মিশিগান
১৫ মে, ২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে ঐক্য সমবায় সমিতির আয়োজনে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন
পরবর্তী নিবন্ধঘুড়ি – কবি আগমণী ধর এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে