নাটোরকন্ঠ
নব্বই দশকের কবি মাহমুদ টোকন মারা গেছেন। দীর্ঘদিন রোগভোগের পর আজ মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগছিলেন।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মাটির স্বর্গ, বিমুর্ত ইশতেহার, আলো ও অন্ধকারের মাঝখানে উল্লেখযোগ্য। রক্ত ফুলের দিন নামে তার একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস রয়েছে।
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভূরঘাটার পোয়ালি গ্রামে কবি মাহবুব টোকন জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের থেকে তিনি পড়াশোনা শেষ করেছেন। আগামীকাল বুধবার তার জন্মস্থান মাদারীপুর জেলার কালকিনিতে কবির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
Advertisement