করোনার খেসারত -কবি প্রদীপ সরকার‘এর কবিতা

0
583
Prodip Sarker

করোনার খেসারত

কবি প্রদীপ সরকার

এমন দুঃসহ দুর্বিপাকে পড়বে মানুষ ভাবেনি কোনোদিন
প্রকৃতির ক্ষতি করলে তার খেসারত দিতেই হবে
কৃত্রিম পণ্য বানিয়ে প্রকৃতিকে ধোকা দেওয়া মানব
তোমরা হাতে পেলে অদৃশ্য করোনা দানব।
এখন শুধুই মর আর মর
তাও আবার এ মরণে ছুঁতেও পারবে না প্রিয়জন।
আহ্ কি কষ্ট! কি কষ্ট!
এযে করোনাতঙ্ক।
প্রকৃতির হয়নি কোন ক্ষতি
সভ্যতা বিনষ্ট হলে আবার নতুন সাজে সাজবে পৃথিবী।
চিরপ্রাচীন ভূবনমন্ডল নতুনই রহিবে
কেবল সভ্যতা বিনষ্ট হবে মহাজাগতিক নিয়মে।
হে মূর্খ মানব কৃত্রিমতাকে পরিহার কর
প্রকৃতিকে আহ্বান কর।
তবেই পৃথিবী বাসযোগ্য থাকবে মানবের।
হে মানব বাঁচতে হবে, রুখতে হবে করোনা
ওষুধবিহীন চিকিৎসা ইতোমধ্যেই সব জানা।
এগিয়ে এসো মানব সন্তান মুক্ত কর বুদ্ধি
বুদ্ধির মুক্তি দিয়ে জিতে নাও জীবন।

Advertisement
উৎসProdip Sarker
পূর্ববর্তী নিবন্ধনাটোরে দু:স্থদের মাঝে সমকাল সুহৃদের খাদ্য সহায়তা
পরবর্তী নিবন্ধনাটোরে অা’লীগের খাদ্যসামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে