করোনা জয় করে কর্মস্থলে ফিরেছেন সিংড়ার সাবেক ইউএনও সুশান্ত

0
329
UNO

করোনা জয় করে কর্মস্থলে ফিরেছেন ইউএনও সুশান্ত

আবু জাফর সিদ্দিকী, নাটোর
স্ত্রী-সন্তানসহ করোনামুক্ত হয়ে কর্মস্থলে ফিরেছেন রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। বৃহস্পতিবার (১৬ জুলাই) শেষ বিকেলে ইউএনও সুশান্ত কুমার নিজেই মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও সুশান্ত কুমার মাহাতো জানান, স্রষ্টার অশেষ রহমতে এবং সবার দোয়ায় বৃহস্পতিবার দুপুরে করোনা জয় করে নিজ কর্মস্থল তানোরে ফিরেছি।

এর আগে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৪ দিন চিকিৎসা শেষে করোনামুক্ত হয়ে গত ৫ জুলাই থেকে ডাক্তারের পরামর্শে নিজ জম্মস্থান সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে বিশ্রামে ছিলাম।তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত ২৫ জুন জ্বর নিয়ে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় নমুনা পরীক্ষায় ইউএনও সুশান্ত কুমার মাহাতোর করোনা পজিটিভ আসে।

একদিন পরেই ইউএনও’র স্ত্রী ডা. শাপলা রাণী (২৬) এবং ছেলে শ্রীশান্ত মাহাতোর (৪) করোনা টেস্টে পজেটিভ আসে। আক্রান্তের পর থেকেই তাঁরা সকলেই বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

তানোর উপজেলায় এখন পর্যন্ত ৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২৯ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমেয়েদের দিকে কেন তাকাই- মলয় রায়চৌধুরী
পরবর্তী নিবন্ধসিংড়ায় মলম পার্টির শিকার ওমর ফারুক এখন সুস্থ্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে