কামাল খাঁ’র কয়েকটি ছড়া

0
370
www.natorekantho.com

ফট করে

বৃষ্টি এলো ঝট করে
নীরেন দাদু চট করে
খোলেন ছাতা ফট করে
দমকা বাতাস পট করে
উল্টে ছাতা ছট করে
একটা কিছু খট করে
ডাঁট ভেঙ্গে যায় মট করে
দাদু মেজাজ হট করে
দাঁত শুধু কটমট করে!

কথার কথা

কথা দিয়ে লেখা হয়
কোনকিছু শেখা হয়
কথা দিয়ে কাজ হয়
কেউ কথাবাজ হয়।

কথা দিয়ে বাণী হয়
চুপে কানাকানি হয়
কথা টানাটানি হয়
আরো জানাজানি হয়।

কথা দিয়ে গীতি হয়
ভালোবাসা প্রীতি হয়
কথাগুলো স্মৃতি হয়
সেরাটা উদ্বৃতি হয় ।

কথা দিয়ে মালা হয়
কিছু কথা জ্বালা হয়
যদি কাঁটায়ালা হয়
হাসিমুখও কালা হয় ।

ভাইভাই ঠাঁইঠাঁই

দুই ভাই মিলে তারা গাঁয়ে বাস করছিলো
আলু পাট ধান গম তারা চাষ করছিলো
হাতে হাত রেখে তারা দু’য়ে হাল ধরছিলো
ফুলে-ফলে বাড়িটাকে মনদিয়ে গড়ছিলো।

তারপর দুইজনা
করে বিয়ে দুইমনা-
দুইজন কন্যা
একমন হন না
ঠোকাঠুকি সংসারে লাগে।

কাজ নিয়ে ঠেলাঠেলি
একদিন ঢেলাঢেলি
বাড়ি থাকে থমথম
কথা চলে কমকম
একদিন দুইভাই রাগে।

মুখোমুখি দুইভাই
আগেকার মিল নাই
একজন ফাল দেয়
একজন গাল দেয়
তারপর হয় তারা ভিন্ন।

ভাগ হয়ে যায় বাড়ি
আর রান্নার হাঁড়ি
আগেকার ভাই ভাই
আজ তারা ঠাঁই ঠাঁই
মিলনের মালা আজ ছিন্ন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রসঙ্গ একুশে বইমেলা- স্বকৃত নোমান 
পরবর্তী নিবন্ধ“একটু বলবেন স্যার”- শীলা ঘটকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে