কি আছে শেষে- কাজী আতীকের কবিতা

0
615
www.natorekantho.com

কি আছে শেষে/
কাজী আতীক।

কোথাও কোনো কোলাহল নেই
নিষ্প্রাণ এক স্থবিরতা বিরাজমান চারদিকে
যেমন চেনা সুরগুলো অচেনা ধীর লয়ে
অথবা যেমন- অস্থির বসে আছি প্রেক্ষাগৃহে
অথচ জানতে পারছিনা কখোন পর্দা উঠবে,

এই যদি হয় লক্ষণ, তবে-
কে বলতে পারবে- পর্দা উঠবে কখোন?
আসলে- পর্দা কি উঠবে আদৌ?

নাকি কোনো পর্দাই নয় ওটা, নিরেট দেয়াল
ওপাশে খেলার মাঠ? এ কেমন খেলা তবে?
যে খেলোয়াড় সে-ই যদি রেফারি
আর পৃথিবীসুদ্ধ মানুষ দর্শক সেজে বসে আছি,

এ এক দুরূহ অপেক্ষা কেবল, কি আছে শেষে?
আপাত যাহোক যবনিকা নাকি অন্তহীন সংকটে?

(নিউ ইয়র্ক, ২১ এপ্রিল ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় নিম্নমানের কাজ হওয়ায় ব্রীজের কাজ বন্ধ করলো এলাকাবাসি
পরবর্তী নিবন্ধমুর্শিদাবাদ ভ্রমনের ইতিবৃত্ত -বেণুবর্ণা অধিকারী -২য় অধ্যায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে