খাস জমি নিয়ে বিরোধ : দুই পক্ষের সংঘর্ষে ১৩ জন আহত

0
298
লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স

শিমুল আলী : নাটোরে লালপুরে খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মে) বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন, মোহরকয়া গ্রামের রনজিত মোল্লা (৭০), মো. মন্টু মোল্লা (৪০),

মোঃ তৌহিদ মোল্লা (৩০), রোহান মোল্লা (২৮), বিলমাড়ীয়া গ্রামের তাইফুল ইসলাম টিনু (২৭), নিজাম মোল্লা (৫০), কামরুল মোল্লা (৩০), এবং শুকুর মোল্লা (৩৫) পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মহিলাসহ আহত আরও পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে যানা যায়।

এবিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুরুজ্জামান শামীম বলেন, আহত কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, গুরুত্বর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, খাস জমি নিয়ে ঝামেলা, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে অবরুদ্ধ স্কুল শিক্ষককে উদ্ধার করলেন ইউএনও
পরবর্তী নিবন্ধনাটোরে বিদ্যুতায়িত হয়ে ঠিকাদারের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে