গভীর শোক
শর্মিষ্ঠা চ্যাটার্জি বড়াল
আজও আছো তেমনি আছো
স্যাঁতলা মনে রোদের বাস,
খোলা চুলে মনের ভুলে
জমাট বাঁধা গভীর শ্বাস।।
ধূপছায়াময় বিকেলবেলায়
তোমায় ভেবে তুলির টান,
একলা ভোরে, জ্বরের ঘোরে
স্মৃতির কোলাজ, রবির গান।।
গুনছে প্রহর প্রতিক্ষারা
চৌকাঠের ঐ পাশ ঘেঁষে,
ছেঁড়া বাসা জোড়ার নেশা
শেষবেলাতেও একপেশে।।
জুড়ছে কথা কথার পিঠে,
পুড়ছে যতো রঙিন শোক,
তোমায় ঘিরেই ক্ষত কতো,
কলম তবে মলম হোক।।
শর্মিষ্ঠা চ্যাটার্জি বড়াল
Advertisement